আজ (১০ই ডিসেম্বর), রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। তিনি প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় এর যুগ্ম-পরিচালক মহোদয় স্যার জনাব মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয় রংপুর এর উপপরিচালক জনাব রাজিব ঘোষসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকবৃন্দ।
তথ্যসংগ্রহ চলবেঃ ১০-২৬ ডিসেম্বর ২০২৪।
রংপুর জেলায় তথ্য সংগ্রহে নিযুক্ত থাকবেন: ৫৩ জন পরিসংখ্যান জোনাল অফিসার ৩২১ জন সুপারভাইজার ৫৩ জন আইটি সুপারভাইজার ১,৭০২ জন তথ্য সংগ্রহকারী