Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনশুমারী- ও গৃহগণনা-২০২২ এর রিপোর্ট অনুযায়ী রংপুর বিভাগের- জনসংখ্যা- ১৭৬১০৯৫৫, (পুরুষঃ ৮৭৩১৪১৫, মহিলাঃ ৮৮৭৮৮৯৫, হিজরাঃ ৬৪৫, **পল্লী ও শহরভিত্তিক জনসংখ্যা - পল্লী- মোটঃ ১৩৭৪৫৮৮৪ , শহর- মোটঃ ৩৮৬৫০৭১, **ক্ষুদ্রনৃগোষ্ঠী- মোটঃ ৯১০৭৯ জন (পুরুষঃ ৪৫০৯১, মহিলাঃ ৪৫৯৮৮), **ধর্মভিত্তিক জনসংখ্যা- মুসলমানঃ ৮৬.৪৪%, হিন্দুঃ ১৩.০১%, বৌদ্ধঃ ০.০২%, খ্রিষ্টানঃ ০.৪১%, অন্যান্যঃ ০.১২%, **সাক্ষরতার হার- মোটঃ ৭০.৮৬% (পুরুষঃ ৭৪.০১%, মহিলাঃ ৬৭.৮০%) **খানা- ৪৪৬৫৪৭৫ টি (খানার আকারঃ ৩.৮৭, ঘনত্বঃ ১৩৫৩ জন) **রংপুর বিভাগরে বাসগৃহ- ৪৪৮৮৯৫৪ (শহরঃ ৩৫৩০৩৮৬, পল্লীঃ ৯৫৮৫৬৮) **শিক্ষার হার ( 5 বছর+)- ৭০.৩০ 


শিরোনাম
অর্থনৈতিক শুমারি-২০২৪ এর রংপুর জেলার, জেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা
বিস্তারিত
অর্থনৈতিক শুমারি-২০২৪ এর রংপুর জেলার, জেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা, জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে, দুপুর ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি  দপ্তরের অফিস প্রধানগণ।  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মূল্যবান মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন,  উপ-পরিচালক  মহোদয় জনাব, রাজিব ঘোষ, জেলা পরিসংখ্যান কার্যালয় , রংপুর। তিনি অর্থনৈতিক শুমারি বিষয়ে সকলকে অবহিত করেন এবং অর্থনৈতিক শুমারি সফল করার লক্ষ্যে  সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বিশেষ দ্রষ্টব্য:  ১০ হতে ২৬ ডিসেম্বর ২০২৪  অর্থনৈতিক শুমারির মূল কার্যক্রম অর্থাৎ শুমারি কর্মীগণ অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা এবং প্রত্যেক প্রতিষ্ঠানে  তথ্য সংগ্রহ করবেন।
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
17/11/2024
আর্কাইভ তারিখ
31/07/2025

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ