Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনশুমারী- ও গৃহগণনা-২০২২ এর রিপোর্ট অনুযায়ী রংপুর বিভাগের- জনসংখ্যা- ১৭৬১০৯৫৫, (পুরুষঃ ৮৭৩১৪১৫, মহিলাঃ ৮৮৭৮৮৯৫, হিজরাঃ ৬৪৫, **পল্লী ও শহরভিত্তিক জনসংখ্যা - পল্লী- মোটঃ ১৩৭৪৫৮৮৪ , শহর- মোটঃ ৩৮৬৫০৭১, **ক্ষুদ্রনৃগোষ্ঠী- মোটঃ ৯১০৭৯ জন (পুরুষঃ ৪৫০৯১, মহিলাঃ ৪৫৯৮৮), **ধর্মভিত্তিক জনসংখ্যা- মুসলমানঃ ৮৬.৪৪%, হিন্দুঃ ১৩.০১%, বৌদ্ধঃ ০.০২%, খ্রিষ্টানঃ ০.৪১%, অন্যান্যঃ ০.১২%, **সাক্ষরতার হার- মোটঃ ৭০.৮৬% (পুরুষঃ ৭৪.০১%, মহিলাঃ ৬৭.৮০%) **খানা- ৪৪৬৫৪৭৫ টি (খানার আকারঃ ৩.৮৭, ঘনত্বঃ ১৩৫৩ জন) **রংপুর বিভাগরে বাসগৃহ- ৪৪৮৮৯৫৪ (শহরঃ ৩৫৩০৩৮৬, পল্লীঃ ৯৫৮৫৬৮) **শিক্ষার হার ( 5 বছর+)- ৭০.৩০ 


শিরোনাম
রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় এর আয়োজনে পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪”
বিস্তারিত

২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস। দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে এ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর চতুর্থবারের মত স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্য নিয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় এর আয়োজনে ২৭ ফেব্রুয়ারি পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪”। সকাল ৯:৩০ টায় বর্ণাঢ্য র‌্যালি দিয়ে শুরু করে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মো: আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রংপুর এবং বিশেষ অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব ড. মো: শাহ‌জামান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান। আলোচনা সভার শুরুতে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, রংপুর-এর যুগ্মপরিচালক জনাব মো: শফিকুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র কার্যক্রম সর্ম্পকে অবগত করেন।  এছাড়াও রংপুর সিটি কর্পোরেশন এর জনপ্রতিনিধিবৃন্দ,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিদবৃন্দ  সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মূল্যবান মতামত প্রদান করেন।

 উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন  পরিসংখ্যান কর্মকর্তা জনাব শ্বাত্ত্বিক শাহ আল মারুফ। এ সময় যুগ্মপরিচালক মহোদয় আলোচক হিসেবে পরিসংখ্যান দিবসটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও পরিসংখ্যানিক তথ্য উপাত্ত তুলে ধরেন।

 

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
27/02/2024
আর্কাইভ তারিখ
28/02/2025

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ