Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনশুমারী- ও গৃহগণনা-২০২২ এর রিপোর্ট অনুযায়ী রংপুর বিভাগের- জনসংখ্যা- ১৭৬১০৯৫৫, (পুরুষঃ ৮৭৩১৪১৫, মহিলাঃ ৮৮৭৮৮৯৫, হিজরাঃ ৬৪৫, **পল্লী ও শহরভিত্তিক জনসংখ্যা - পল্লী- মোটঃ ১৩৭৪৫৮৮৪ , শহর- মোটঃ ৩৮৬৫০৭১, **ক্ষুদ্রনৃগোষ্ঠী- মোটঃ ৯১০৭৯ জন (পুরুষঃ ৪৫০৯১, মহিলাঃ ৪৫৯৮৮), **ধর্মভিত্তিক জনসংখ্যা- মুসলমানঃ ৮৬.৪৪%, হিন্দুঃ ১৩.০১%, বৌদ্ধঃ ০.০২%, খ্রিষ্টানঃ ০.৪১%, অন্যান্যঃ ০.১২%, **সাক্ষরতার হার- মোটঃ ৭০.৮৬% (পুরুষঃ ৭৪.০১%, মহিলাঃ ৬৭.৮০%) **খানা- ৪৪৬৫৪৭৫ টি (খানার আকারঃ ৩.৮৭, ঘনত্বঃ ১৩৫৩ জন) **রংপুর বিভাগরে বাসগৃহ- ৪৪৮৮৯৫৪ (শহরঃ ৩৫৩০৩৮৬, পল্লীঃ ৯৫৮৫৬৮) **শিক্ষার হার ( 5 বছর+)- ৭০.৩০ 


আমাদের অর্জনসমূহ

জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার আইনী ভিত্তি

জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে একটি আইনী কাঠামোর আওতায় এনে পরিসংখ্যান সম্পর্কিত কার্যক্রম গতিশীল, সমন্বিত, লক্ষ্যভিত্তিক এবং সংরক্ষণ করার লক্ষ্যে মহান জাতীয় সংসদে ২০১৩ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি তারিখে পরিসংখ্যান আইন, ২০১৩ পাশ হয়। এ আইনের মাধ্যমে বিবিএসকে সরকারি পরিসংখ্যান ব্যবস্থায় জাতীয় পরিসংখ্যান সংস্থা (NSO) হিসেবে সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ আইনের ধারা-১০ অনুযায়ী সরকারি সকল কার্যক্রমে সরকারি পরিসংখ্যানের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ধারা-১১ অনুযায়ী বিবিএস ব্যতীত অন্যান্য সরকারি সংস্থা কর্তৃক শুমারি ও জরিপ পরিচালনার পূর্বে যথাযথ মান নিশ্চিত করার লক্ষ্যে বিবিএস থেকে পূর্বানুমোদন গ্রহণের বাধ্যবাধকতা নিশ্চিত করা হয়েছে। ধারা-১১ বাস্তবায়নের লক্ষ্যে ‘সংস্থা কর্তৃক পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ বিধিমালা, ২০১৪’ এবং ‘সংস্থা কর্তৃক পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ নীতিমালা, ২০১৬’ জারি করা হয়েছে।

 

জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদ (NACS)

সরকারি পরিসংখ্যান বিষয়ক জাতীয় অগ্রাধিকার নির্ধারণ এবং এ সংক্রান্ত পরামর্শ বা দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ২০২১ খ্রিস্টাব্দে জাতীয় পরিসংখ্যান উপদেষ্টা পরিষদ (NACS) গঠন করা হয়েছে। মাননীয় পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে গঠিত এ পরিষদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এফবিসিসিআই-এর সভাপতিসহ গুরুত্বপূর্ণ সরকারি নীতিনির্ধারক, প্রথিতযশা গবেষক, অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদগণ রয়েছেন।

 

এসডিজি ও জাতীয় উপাত্ত সমন্বয় কমিটি (NDCC)

সরকারি উপাত্ত সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের নেতৃত্বে ‘জাতীয় উপাত্ত সমন্বয় কমিটি (NDCC)’ নামে একটি উচ্চ পর্যায়ের অংশগ্রহণমূলক কমিটি গঠন করা হয়েছে। উপাত্ত প্রস্তুতের দায়িত্বে থাকা সকল মন্ত্রণালয় / বিভাগ / সংস্থাসমূহের প্রতিনিধিগণ এ কমিটির সদস্য। তাছাড়া, কমিটিতে ব্যক্তিখাত ও নাগরিক সমাজের প্রতিনিধিগণও রয়েছেন। কমিটির প্রধান দায়িত্ব হলো, উপাত্ত প্রস্তুত কার্যক্রম গতিশীল করা, উপাত্ত প্রস্তুতের ক্ষেত্রে দ্বৈততা হ্রাসকরণ ও জরিপ পরিচালনার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ, উপাত্তের অভাব চিহ্নিতকরণ, মানসম্মত উপাত্তের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং এসডিজিসহ আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডা ও সূচকসমূহের উপাত্ত বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা। এসডিজি’র উপাত্ত সমন্বয়ে বর্তমানে এ কমিটি অত্যন্ত কার্যকরী একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশেষ করে উপাত্তের দ্বৈততা পরিহার ও অব্যবহৃত উপাত্তসমূহ পর্যালোচনা এবং এসডিজি পরিবীক্ষণে সকলের অংশগ্রহণমূলক ভূমিকা পালনে এ কমিটি জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা রাখছে।

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ