এক নজরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের সর্বস্তরে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক-নির্দেশনায় ১৯৭৪ সালের ২৬ আগষ্ট তৎকালীন তিনটি মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪ টি পরিসংখ্যান সংস্থাকে (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন) একীভূত করে সৃষ্টি হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
১৯৭৫ সালের ৩ জুলাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্বিক কর্মকান্ড সমন্বয়, তত্ত্বাবধান ও সাচিবিক সহযোগিতা প্রদানের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ২৫ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁওয়ে স্থায়ী পরিসংখ্যান ভবন উদ্বোধন করেন। পরবর্তীতে জাতীয় পরিসংখ্যানিক ব্যবস্থাকে আইনগত ভিত্তি প্রদানের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে "পরিসংখ্যান আইন ২০১৩" পাশ করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অন্তর্ভুক্ত একটি সংস্থা, যা আটটি (০৮) ক্রিয়ামুলক শাখার মাধ্যমে পরিসংখ্যান ব্যুরোর সার্বিক কার্যক্রম সম্পন্ন করে।
- এগ্রিকালচার উইং
- সেন্সাস উইং
- কম্পিউটার উইং
- ডেমোগ্রাফী এন্ড হেলথ উইং
- ন্যাশনাল একাউন্টিং উইং
- ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং
- ফিন্যান্স, এডমিনিস্ট্রেশন এন্ড এমআইএস উইং
- স্ট্যাটিস্টিক্যাল স্টাফ ট্রেইনিং ইন্সটিটিউট
১. সেন্সাস উইং এর কার্যাবলী
- জনশুমারি, বস্তি শুমারিসহ সরকারের চাহিদা অনুযায়ী সকল ধরনের শুমারি পরিচালনা;
- লিটারেসি এসেসমেন্ট সার্ভে, সিটিজেন পারসেপশন হাউজহোল্ড সার্ভে, এডুকেশন হাউজহোল্ড সার্ভে, পল্লি ঋণ জরিপসহ আথ-সামাজিক বিষয়ে বিভিন্ন জরিপ পরিচালনা;
- জনসংখ্যা প্রক্ষেপণ, শিক্ষা ও সাক্ষরতা, গৃহায়ন, পানি ও পয়ঃব্যবস্থাপনা, সামাজিক বিষয়াদির উপর শুমারি ও তৎসংশ্লিষ্ট জরিপ পরিচালনা করা;
- জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR) প্রণয়ন ও সময় সম হালনাগাদকরণ;
- সামাজিক সুরক্ষা কমসূচি বাস্তবায়ন সংক্রান্ত ডাটাবেজ প্রণয়ন ও হালনাগাদকরণ।
০২. এগ্রিকালচার উইং এর কার্যাবলী
- কৃষি, শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ শুমারি পরিচালনা;
- ছয়টি প্রধান ও ১৪০টি অপ্রধান ফসলের উৎপাদন ও আয়তনের হিসাব প্রাক্কলন;
- বিভিন্ন ফসলের ক্ষতির পরিমাণ নিরূপণ, ভূমির ব্যবহার ও সেচ পরিসংখ্যান, মাসিক কৃষি মজুরি পরিসংখ্যান, উৎপাদন খরচ জরিপ এবং প্রধান ফসলের পূর্বাভাস জরিপ;
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ প্রকাশ।
০৩. কম্পিউটার উইং এর কার্যাবলী
- শুমারি ও জরিপ পরিচালনার জন্য জিও কোড প্রণয়ন ও হালনাগাদকরণ;
- শুমারি ও জরিপের তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করা;
- শুমারি ও জরিপের তথ্যসমূহ ওয়েব এনাবেল ডাটাবেজে ডিজিটাল পদ্ধতিতে জিআইএস ম্যাপ, টেবিল ও গ্রাফের মাধ্যমে উপস্থাপন;
- বিবিএস এর সকল প্রকাশনা ডিজিটাইজেশন ও সমুদয় তথ্য দেশে-বিদেশে ব্যবহারকারীদের নিকট সহজলভ্য করার জন্য অনলাইন সিস্টেমে সন্নিবেশ করা।
০৪. ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং এর কার্যাবলী
- ত্রৈমাসিক ভিত্তিতে কর্মসংস্থান, বেকারত্ব, খাত ও পেশা ভেদে শ্রমশক্তি, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কর্মসংস্থান, কর্ম ঘন্টা এবং মজুরি সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুতির লক্ষ্যে শ্রম শক্তি জরিপ ও শিশুশ্রম জরিপ পরিচালনার মাধ্যমে শ্রমশক্তি বিষয়ক পরিসংখ্যান প্রস্তুত;
- অর্থনৈতিক শুমারি পরিচালনা;
- উৎপাদন শিল্প জরিপ, হোটেল ও রেস্টুরেন্ট জরিপ, পাইকারি ও খুচরা ব্যবসায় জরিপ, কটেজ ইন্ডাস্ট্রি জরিপ পরিচালনাসহ শিল্প বিষয়ক পরিসংখ্যান প্রস্তুত;
- খানা ও ব্যক্তি পর্যায়ে আইসিটির অভিগম্যতা ও ব্যবহার শীর্ষক জরিপ পরিচালনার মাধ্যমে আইসিটি পরিসংখ্যান প্রস্তুত;
- আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়পূর্বক পেশার শ্রেণীবিন্যাস, শিল্পের শ্রেণীবিন্যাস, পণ্য ও সেবার শ্রেণীবিন্যাস প্রণয়ন ও হালনাগাদকরণ।
০৫. ন্যাশনাল একাউন্টিং উইং এর কার্যাবলী
- বাংলাদেশের দেশীয় উৎপাদ, প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, জিডিপিতে খাত ভিত্তিক অবদান, বিনিয়োগ, সঞ্চয়সহ জাতীয় আইন সংশ্লিষ্ট অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রস্তুত ও প্রকাশ;
- হালনাগাদ তথ্যের আলোকে জিডিপি সংশোধন, ভিত্তি বছর পরিবর্তন এবং ত্রৈমাসিক জাতীয় হিসাব প্রাক্কলন;
- বৈদেশিক বাণিজ্য (আমদানি-রপ্তানি) বিষয়ক মাসিক এবং বাৎসরিক পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ;
- জিডিপি সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক জরিপ পরিচালনা ও জিডিপির ব্যাকওয়ার্ড লিংক সিরিজ প্রস্তুত;
- কৃষি ও শিল্প খাতে মজুরি সূচক, গ্রামীণ ও শহর অঞ্চলের জীবনযাত্রার ব্যয় সূচক, খাদ্য পণ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্য সূচক, শিল্প উৎপাদন সূচক, নির্মাণ সামগ্রীর সূচক, বাড়িভাড়া সূচক ইত্যাদি প্রস্তুত;
- পরিসংখ্যান বর্ষগ্রন্থ, পরিসংখ্যান পকেট বুক, মাসিক পরিসংখ্যান বুলেটিন প্রকাশ।
০৬. ডেমোগ্রাফি এন্ড হেলথ উইং এর কার্যাবলী
- জনতত্ত্ব, স্বাস্থ্য ও আর্থসামাজিক বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও প্রকাশ;
- আন্ত-শুমারিকালীন স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম জরিপের মাধ্যমে জনতাত্ত্বিক বিষয়ক মৌলিক সূচক সমূহ প্রাক্কলন করা;
- স্বাস্থ্য, অসুস্থতা ও পুষ্টি বিষয়ক নিয়মিত জরিপ যেমন মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, হেলথ এন্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে, ন্যাশনাল হাইজিন সার্ভে, চাইল্ড ওয়েলবিয়িং সার্ভে ইত্যাদি পরিচালনা করা;
- নারীর প্রতি সহিংসতা জরিপ, টাইম ইউজ সার্ভে ইত্যাদির মাধ্যমে জেন্ডার স্টাটিসটিক্স প্রস্তুত এবং জেন্ডার সংক্রান্ত উপাত্তের ভিত্তিতে কম্পাইলেশন অব জেন্ডার স্ট্যাটিসটিক্স প্রণয়ন।
০৭. এফএ এন্ড এমআইএস উইং এর কার্যাবলী
- বিবিএস এর প্রাতিষ্ঠানিক উন্নয়ন;
- জনবল কাঠামো পুনর্বিন্যাস;
- পরিসংখ্যান অবকাঠামো উন্নয়ন;
- কর্মকর্তা কর্মচারী নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধন;
- কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি এবং অবসর মঞ্জুর;
- সদর দপ্তর ও মাঠ পর্যায়ের প্রশাসন, বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা;
- অডিও আইন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা;
- পরিসংখ্যান ভবন, যানবাহন ও লাইব্রেরীর ব্যবস্থাপনা
- পরিসংখ্যান ব্যুরোর সকল প্রকাশনা মুদ্রণ।
০৮. স্টাটিসটিক্যাল স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট এর কার্যাবলী
- মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত ও উপস্থাপনে পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য উপাত্ত বিশ্লেষণের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান;
- কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং উন্নত সেবা প্রদানের নিমিত্তে বিবিএস এর কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান;
- অফিস ও আর্থিক ব্যবস্থাপনা, এসডিজি, শুদ্ধাচার, ইনোভেশন, পিপিআর এবং বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি মোতাবেক অন্যান্য প্রশিক্ষণ কোর্স পরিচালনা।