পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ১ম বারের মতো রংপুর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে, প্রকাশনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) জনাব মো: আবু জাফর স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইরেক্টর ( ভারপ্রাপ্ত), এফ.এ এন্ড এম.আই.এস উইং, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিকল্পনা মন্ত্রণালয় এর জনাব এইচ.এম ফিরোজ। এসময় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও জেলা রিপোর্টের উপর বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় এর যুগ্ম-পরিচালক মহোদয় স্যার জনাব মোঃ শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধানগণ। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উক্ত প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় পরিচালক ( ভারপ্রাপ্ত) ও যুগ্মপরিচালক মহোদয় জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর রংপুর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে বিভিন্ন তথ্য উপাত্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারনা প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS